মালদা

শহরের ভুয়ো চিকিৎসকদের বিরুদ্ধে নতুন পদক্ষেপ নিল মালদা জেলার চিকিৎসকেরা

বার বার সংবাদের শিরোনামে উঠে আসছে ভুয়ো চিকিৎসকদের ঘটনা। এবার ভুয়ো চিকিৎসকদের বিরুদ্ধে পথে নামলেন মালদা জেলার চিকিৎসকেরা।ভুয়ো চিকিৎসকের তালিকা তৈরী করে প্রশাসনের দারস্থ তারা। জেলার দন্ত চিকিৎসকেরা এই তালিকা তৈরী করেছেন। ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনের মালদা শাখা এমন ৩০ জনের বেশী ভুয়ো দন্ত চিকিৎসকের নথি জেলার প্রশাসনের কর্তা সহ স্বাস্থ্য দপ্তরে হাতে তুলে দিয়েছেন। তাদের দাবী জেলা জুড়ে নিজেদের দন্ত চিকিৎসকের ভুয়ো পরিচয় দিয়ে চিকিৎসা করছেন। এমন সব চিকিৎসকের কাছে নেই কোন চিকিৎসা করার সার্টিফিকেট। শুধু তাই নয় ভুয়ো ডিগ্রীর প্যাড ছাপিয়ে অবাধে চালাচ্ছেন ভুয়ো চিকিৎসার কারবার। এর ফলে রোগীর রোগের সমস্যা বাড়চ্ছে। বিপদে পড়ছেন তাঁরা। স্বাস্থ্য দপ্তরের নজরদারির অভাবকে কাজে লাগিয়ে এমনই সব ভুয়ো দন্ত চিকিৎসকেরা লুঠ করে চলেছে রোগীর সর্বস্ব। এমনই সব ভুয়ো চিকিৎসকের তালিকা তৈরী করে প্রশাসনের হাতে তুলে দিলেন ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন।

            ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন সংগঠনের মালদা শাখার সম্পাদক মীনা কেডিয়া জানান ব্যাচেলার অব ডেন্টাল সার্জেন ও মাস্টার অব ডেন্টাল সার্জেন নামে দুটি কোর্স রয়েছে দন্ত চিকিৎসার ক্ষেত্রে। কিন্তু এই জেলার ক্ষেত্রে এমন সার্টিফিকেট নেই এমন ব্যাক্তিরায় দন্ত চিকিৎসক সেজে চিকিৎসা করছেন। তাদেরই তালিকা তৈরী করে ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানিয়েছেন প্রশাসনের কাছে। এই বিষয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক দিলীপ মন্ডল ক্যামেরায় কোন মন্তব্য না দিলেও বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে জানান। এবং জেলার পুলিশ প্রশাসনকেও জানানো হয়েছে বলে তিনি জানান।